প্রকাশিত: Thu, Dec 28, 2023 11:01 PM
আপডেট: Sat, Dec 6, 2025 10:07 PM

[১]খেলনা পিস্তল নিয়ে নৌকার মিছিলে অংশ নেওয়া যুবক গ্রেপ্তার

আল আমীন, ময়মনসিংহ: [২] গ্রেপ্তার ওয়াহিদুজ্জামান তানভীর ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের উসমান আলীর ছেলে। 

[৩] নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ বলেন, অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটি আগ্নেয়াস্ত্র নয়, খেলনা পিস্তল।

 [৪] তানভীর ময়মনসিংহ-৯ আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালামের সমর্থক ওই যুবক।

[৫] বুধবার সন্ধ্যায় মিছিল নিয়ে চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের নির্বাচনী ক্যাম্পের দিকে যায় একদল যুবক। যাদের মধ্যে সামনেই ছিলেন তানভীর। সে সময় তার দুই হাতে দুটো অস্ত্র দেখা যায়। যা তিনি বারবার উঁচিয়ে ধরছিলেন। সম্পাদনা : মুরাদ হাসান